আমরা নাচের মুদ্রাগুলো দিনে দিনে হারিয়ে ফেলেছি আর কুঁড়িয়ে আনছি নতুন নতুন মুদ্রা। ভরতনট্যম কিংবা মনিপুরি কিংবা নিজস্ব মুদ্রাগুলো ঐতিহ্যের বাক্সে তালা দিয়ে দিচ্ছি সজতনে, ঐতিহ্য মানে বুঝে না বুঝে প-িতদের কপচানোর মশলা - জাবর কাটতে বেশ মজাদার এবং উপাদেয়। আমরা এখন আমদানি করছি নতুন অত্যাধুনিক বহু মুদ্রা বহু মুদ্রার বিনিময়ে কারণ মুদ্রা দিয়ে মুদ্রা বিনিময়ের ঢালকে ঋণাত্বক করা যাবে না রাষ্ট্রের জি ডি পি -র স্বার্থে। যখন দেখা যাবে এ সকল মুদ্রা বিকোচ্ছে না চড়া মূল্যে অর্থাৎ জি ডি পি-র ঢাল ঋণাত্বক হয়ে পড়ছে তখন আবার আমরা এগুলোকে ঐতিহ্য বানিয়ে আবার আরও মূল্যবান মুদ্রা আমদানি করবো এবং তার সন্ধানে নেমে পরিব।
ধাতব আর কাগজি মুদ্রার অবস্থান হইতাছে শরীর আমরা মুদ্রা কামানোর জন্য মুদ্রার মোড়ক পালটাইয়া ফেলিবো চানাচুরের মোড়কের মতোই। মুদ্রা আমদানির জন্য আমরা বিশেষজ্ঞ নিইয়া আসিব আর তাহাদের পরামর্শের ভিত্তিতে মুদ্রাবহনকাীর মোড়ক খুলিয়া ফেলিব আর তাহাদের মুদ্রাগুলি চানাচুরের মতো চাবাইয়া খাওয়ার জন্য সুস্বাদু করিয়া উপস্থাপন করিব, একটা জাতির জি ডি পি বলিয়া কথা আর তাহার বৃদ্ধিকল্পে এই সহায়ক ভূমিকা একসময় ঐতিহ্য হইয়া আজীবন বুদ্ধিবেশ্বাদের কলমে চলিতে থাকিবে আমাদের অন্জনা ব্যাঞ্জনা কিংবা রাখি দেবীর শরীর ব্যান্জনার কলাকৈবল্যের তরজমা।
আহা ! মুদ্রা ! নাচের শিল্পকলা ! আহা ময়ূরাক্ষি ! আহা পঞ্চ অঙ্গুলির ভাষা ! আহা আলতামাখা পায়ের নুপূর ! আহা ভরতনট্টম কিংবা মনিপুরি কস্টিউম ! তোমরা বিকোচ্ছো না তাই তোমাদেরকে আমরা ঐতিহ্য বানিয়ে নব্যমুদ্রা আমদানি করছি মুদ্রা কামানোর জ্ন্য ! এখন মুদ্রা হয়ে গেছে ক্লোজশটে কাঁপা ঠোঁট ! কামার্ত চোখের ইশারা ! উন্নত স্তনের ভাষা ! নাভির গহীন পথ আর ঊরুসন্ধির ব্যাবহার !
কহি মুদ্রা তুমি নামিবে না? তোমাকে নামাইতে আমরা আরও মুদ্রা খরচ করিব শরীর থেকে নামাইয়া ফেলিবো বস্ত্র। তোমাকে কিনিতে বাধ্য করিবে আমাদের মুদ্রার দামি পযোজক। দেশ স্বাধীন করিতে আমরা বিরাঙ্গনা হইয়াছি। সুতরাং স্বাধীন দেশের জি ডি পি বাড়ািইতে ইহা তো সামান্য। আইসো হে, মুদ্রা নিবা কে ? মুদ্রার পসরা সাজাইয়া রাখিয়াছি নীল আলোক সজ্জায়। তোমার জ্ন্য উৎসর্গ করিবে হে নাবিক, কূলে আইসো। নিশি যাপনে তুমি মুদ্রা যাচাই করিয়ো আর মুদ্রা নিয়া মুদ্রা দিয়া যাও। আমাদের দেশ ভইরা উঠুক সোনালী ফসলে, আমরা ঐতিহ্যের পথ ধরিয়া চলিব। সংস্কৃতি আর মূল্যবোধকে রাখিব সমুন্নত। আর যা-ই হোক এই দেশে আমরা কোনোদিন একটা পাতায়া বানাইতে দিবো না।
এ আমাদের রক্তমাখা অঙ্গিকার।
-কামরুল হুদা পথিক